মা চলে যাওয়ার ক্ছিুক্ষণ পরই ছেলের ওপর নির্যাতন শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ২৩ এপ্রিল ২০১৮

ফেনীর সোনাগাজীতে একটি গ্যারেজে রফিকুল ইসলাম তানভীর (১২) নামে এক শিশুকে নির্যাতনের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় গ্যারেজ মালিক করিম মিয়াকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনের গ্যারেজে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, উপজেলা পরিষদের সামনে করিম মিয়ার গ্যারেজে দীর্ঘদিন ধরে কাজ করতো সোনাগাজী সদর ইউনিয়নের শাহাপুর গ্রামের রবিউল হকের ছেলে তানভীর। সেখানে কারণে অকারণে গ্যারেজ মালিক শিশুটিকে মারধর করতো। এতে মালিকের নির্যাতন সহ্য না করতে পেরে শিশুটি কিছুদিন আগে বাড়িতে পালিয়ে যায়। পরে তার মা তাকে বুঝিয়ে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গ্যারেজ মালিকের কাছে রেখে যায়।

এর পরপরই শিশুটির ওপর ক্ষিপ্ত হয়ে গ্যারেজ মালিক তাকে বেধড়ক পিটিয়ে বেঁধে রাখে। এসময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলেও কেউ মালিকের ভয়ে তাকে উদ্ধার করতে পারেনি। পরে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায় ও মালিককে আটক করে।

সোনাগাজী মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্যারেজ মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

আরএ/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।