শর্শদীতে সহস্রাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ


প্রকাশিত: ০২:৪৪ পিএম, ২৮ জুলাই ২০১৫

ফেনী সদর উপজেলার শর্শদিতে ১২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে ইউনিয়নের দক্ষিণ আবুপুর, উত্তর আবুপুর, শর্শদী ইউনিয়ন পরিষদ ও আবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

স্থানীয়রা জানায়, সাপ্তাহব্যাপী টানা বর্ষণ ও ভারতীয় পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যায় ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের উত্তর আবুপুর, দক্ষিণ আবুপুর, উত্তর খানেবাড়ি, কুমিরা, মোল্লাপাড়া গ্রাম প্লাবিত হয়। পানিবন্দী হয়ে পড়ে এলাকার প্রায় ১২ হাজার মানুষ।

এদিকে, ত্রাণ বিতরণের খবর পেয়ে ইউনিয়নের দক্ষিণ আবুপুর, উত্তর আবুপুর, শর্শদি ইউনিয়ন পরিষদ ও আবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভিড় জমায় বন্যা দুর্গতরা। পরে বানভাসি মানুষের হাতে ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, উপজেলা নির্বাহী অফিসার পিকেএম এনামুল করিম, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর ইসলাম।

ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন, পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা রয়েছে। পানিবন্দী সকল পরিবারের কাছে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে ত্রাণ বিতরণ করা হবে।

জহিরুল হক মিলু/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।