খাগড়াছড়িতে দেড় শতাধিক অনাথ শিশু পেলো ব্যাগভর্তি শিক্ষা উপকরণ
খাগড়াছড়িতে দেড় শতাধিক অনাথ ও সুবিধাবঞ্চিত শিশু’র মুখে হাসি ফুটিয়েছে ব্যাগভর্তি শিক্ষা উপকরণ। প্রতিটি ব্যাগে সুন্দর মলাটের খাতা-কলম-পেন্সিল-জ্যামিতি বাক্স আর ক্যালকুলেটর পেয়ে উল্লসিত শিশুরা। চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী রত্নাংকুর দাশ টুনু’র পৃষ্ঠপোষকতায় ‘ইয়ুথ ওয়েলফেয়ার মিশন’ নামের একটি সংগঠন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করে।
বিশ্ব অনাথ দিবস উপলক্ষ্যে ‘আর্ত মানবতার কল্যাণে আমরা’ এ প্রতিপাদ্যে ইয়ুথ ওয়েলফেয়ার মিশন, বাংলাদেশ শুক্রবার দুপুরে খাগড়াছড়ি বিবেকানন্দ বিদ্যা নিকেতন হল রুমে বিভিন্ন অনাথ আশ্রমের শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ ছাড়াও ফল বিতরণ ও মধ্যহ্ন ভোজের আয়োজন করে।
ইয়ুথ ওয়েলফেয়ার মিশন, বাংলাদেশ’র সভাপতি শ্রী অনুপম দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও শিক্ষানুরাগী খগেশ্বর ত্রিপুরা।
অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি ভূবন মোহন ত্রিপুরা এবং লেখক ও গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনাথ ও মেধাবী শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ার সুযোগ প্রদানসহ সার্বিক সহযোগিতা দেয়ার আশ্বাস দেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও শিক্ষানুরাগী খগেশ্বর ত্রিপুরা।
মুজিবুর রহমান ভুইয়া/এমবিআর/এমএস