৩ যুবককে উদ্ধারে ব্যর্থ হলে সোমবার খাগড়াছড়িতে হরতাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৮:৩৫ এএম, ২১ এপ্রিল ২০১৮

খাগড়াছড়ির মহালছড়ির মাইসছড়িতে কাঠ কিনতে গিয়ে নিখোঁজ তিন বাঙালি যুবককে আগামী রোববারের মধ্যে উদ্ধারে ব্যর্থ হলে সোমবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়া হয়েছে।

শুক্রবার খাগড়াছড়ি প্রেসক্লাবে অপহৃতদের পরিবার ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ-পিবিসিপির খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ইঞ্জি. মো. লোকমান হোসেন।

এ সময় অপহৃত ট্রাকচালক মো. বাহার মিয়ার স্ত্রী তহুরা বেগম, কাঠ বব্যবসায়ী মো. সালাহ উদ্দিনের ছোট ভাই মো. নুর উদ্দিন, মো. মহরম আলীর ভগ্নিপতি মো. দোলোয়ার হোসেন, পিবিসিপির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক নজরুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা পিবিসিপির সভাপতি রবিউল হোসেন, মাটিরাঙ্গা পৌর পিবিসিপির সভাপতি জালাল আহম্মদ প্রমূখ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে অপহরণকারীদের দাবিকৃত মুক্তিপণ দেয়ার পরও এখনও তাদের মুক্তি না দেয়ায় হতাশা প্রকাশ করে অপহৃতদের অক্ষত ও জীবিত অবস্থায় উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান অপহৃতদের পরিবারের সদস্যরা।

প্রসঙ্গত, গেল ১৬ এপ্রিল মহালছড়ির মাইসছড়ি এলাকায় কাঠ কিনতে গিয়ে নিখোঁজ হন মাটিরাঙ্গার তিন বাঙালি যুবক। নিখোঁজের পাঁচ দিন অতিবাহিত হলেও এখনও পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।