আসামি ধরতে নদীতে ঝাঁপ : নিখোঁজ কনস্টেবলের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০২:৫৩ পিএম, ২০ এপ্রিল ২০১৮

মানিকগঞ্জে পালিয়ে যাওয়া আসামি ধরতে গিয়ে কালীগঙ্গা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ পুলিশ কনস্টেবল শাহিনুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর শুক্রবার দুপুর দেড়টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল নদী থেকে তার লাশ উদ্ধার করে।

শাহীনুর রহমান সদর থানায় কর্মরত ছিলেন। তিনি গাজীপুর জেলার গোহাইল গ্রামের অহিদুর রহমানের ছেলে।

মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সালাম নামে এক আসামিকে ধরে থানায় নিয়ে আসছিলেন ওই পুলিশ সদস্য। পথে ওই আসামি পুলিশের কাছ থেকে ছুটে গিয়ে সদর উপজেলার জয়নগর এলাকায় নদীতে ঝাঁপ দেন। তাকে ধরতে শাহীনুরও নদীতে ঝাঁপিয়ে পড়েন। ওই আসামি পালিয়ে গেলেও নিখোঁজ ছিলেন পুলিষ সদস্য।

রাতেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুলিশ সদস্যকে উদ্ধারে তৎপরতা চালায়। মাঝে ৫ ঘণ্টার বিরতি দিয়ে শুক্রবার সকাল ৮টা থেকে আবারও উদ্ধার তৎপরতা শুরু করে।

শুক্রবার দুপুর দেড়টার দিকে নদী থেকে তার লাশ উদ্ধার করে ডুবুরি দল।

বি.এম খোরশেদ/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।