রাজন হত্যা : ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মানববন্ধন


প্রকাশিত: ১১:৩৮ এএম, ২৮ জুলাই ২০১৫

সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ২০ টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে নিহত রাজনের বাড়ির সামনের রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে কয়েকটি গ্রামের অন্তত ২০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুই সহস্রাধিক শিশু-কিশোর ও শিক্ষকরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা রাজন হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



প্রসঙ্গত, গত ৮ জুলাই সিলেট শহরতলির কুমারগাঁওয়ে চুরির অপবাদ দিয়ে শিশু রাজনকে পিটিয়ে হত্যা করে কয়েকজন যুবক। পৈশাচিক হত্যাকাণ্ডের তিনদিনের মাথায় এ সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এরপর দেশব্যাপি ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। শিশু নির্যাতনের প্রতিবাদ ও খুনিদের ফাঁসির দাবিতে দেশব্যাপি একের পর এক কর্মসূচি পালন হতে থাকে। প্রতিবাদের ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-টুইটারেও।

ছামির মাহমুদ/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।