বেনাপোলে স্বর্ণালঙ্কারসহ পাসপোর্টযাত্রী আটক


প্রকাশিত: ১১:১৭ এএম, ২৮ জুলাই ২০১৫

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সুমন দাস (৩৪) নামে এক পাসপোর্টযাত্রীর লাগেজ থেকে নয় ভরি ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধারসহ যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার দুপুরে চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যাত্রী সুমন দাস চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কনুইপুরা গ্রামের রতন দাসের ছেলে। তার পাসপোর্ট নং-এডি-২৩৩১৬২২।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের সহঅধিনায়ক মেজর লিয়াকত হোসেন জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারতে যাওয়ার সময় তার লাগেজ থেকে ৩টি স্বর্ণের চেইন, ৫টি আংটি, ২ জোড়া কানের দুল, ২টি নাক ফুল উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ৪ লাখ ৫ হাজার টাকা।

তিনি বলেন, একজন পাসপোর্টযাত্রী বিদেশ থেকে দেশে প্রবেশকালে দশভরি (একশ গ্রাম) স্বর্ণ ও গহনা আনতে পারেন। তবে দেশ থেকে ভারতসহ বিদেশে যাওয়ার সময় দশ গ্রামের বেশি স্বর্নালঙ্কার নিয়ে যেতে পারেন না বলে বেনাপোল কাস্টম সূত্র জানিয়েছে। আটক সুমনদাসকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানান।

সুমন দাস জানান, তিনি কয়েক বছর মধ্যপ্রাচ্যে অবস্থান করার পর দেশে ফিরেছেন। স্বর্ণ ক্রয়ে তার বৈধ কাগজপত্র রয়েছে। তার স্ত্রী ও সন্তানরা কোলকাতার বিরাট শহরে অবস্থান করায় তিনি সেখানে যাচ্ছিলেন। দীর্ঘদিন বিদেশে অবস্থান করায় বাড়ি ফেরার সময় ব্যবহারের জন্য ওই স্বর্ণালংকার নিয়ে আসি কিন্ত ব্যাগেজ রুল সম্পর্কে শুল্ক বিভাগ আমাকে কোনো ধারণা না দেওয়ায় আমি বিপদে পড়েছি।

মো. জামাল হোসেন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।