গাজীপুরে ২ যুবকের কারাদণ্ড


প্রকাশিত: ১০:১১ এএম, ২৮ জুলাই ২০১৫

গাজীপুর মহানগরীর পানিশাইল এলাকায় এপিবিএন-৭ অভিযান চালিয়ে গাঁজাসহ গ্রেফতার দুই যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ওই এলাকার মো. হামিদ সরদারের ছেলে মো. বিল্লাল হোসেন (২০) ও আমির হোসেনের  ছেলে মো. জাকির  হোসেন (৪৫)।

এপিবিএন-৭ এর সহ-অধিনায়ক মো. মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাশিমপুরের পানিশাইল পদ্মা আবাসিক এলাকায় দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়। পরে তাদের হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার এবং তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা তাদের প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। অভিযানকালে এপিবিএন এর কোম্পানি কমান্ডার সৈয়দ মো. এমদাদুল হক, আব্দুল কুদ্দুস ফরাজী উপস্থিত ছিলেন।
                    
আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।