পাবনায় ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু


প্রকাশিত: ০৯:৪২ এএম, ২৮ জুলাই ২০১৫
প্রতীকী ছবি

পাবনা সদর উপজেলার হেমায়েতপুর এলাকায় পূর্ববিরোধের জের ধরে ছুরিকাঘাতে আহত যুবক সোহেল রানা (২৫) রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা গেছেন। নিহত সোহেল হেমায়েতপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, নিহত সোহেল গাজীপুরে চাকরি করতেন। সেখানে একটি মারামারির ঘটনা নিয়ে মামাতো ভাইদের সঙ্গে সোহেলের পূর্ববিরোধ ছিল। এরপর ঈদের ছুটিতে পাবনায় গ্রামের বাড়িতে আসার পর সেই বিরোধের জের ধরে গত বুধবার রাত দশটার দিকে হেমায়েতপুর বাছেরের তেমাথা নামক স্থানে সোহেলকে ছুরিকাঘাতে আহত করেন তার মামাতো ভাইসহ অন্যরা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ভর্তি করা হয় পাবনা জেনারেল হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় ওইদিন রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত এগারোটার দিকে মারা যান সোহেল।

ওসি আহসানুল হক আরো জানান, পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার এজাহার পাওয়ার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

একে জামান/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।