চট্টগ্রামে ৭৬৭টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ১৭ এপ্রিল ২০১৮

চট্টগ্রামের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৭৫৭টি আবাসিক, দুটি বাণিজ্যিক ও আটটি শিল্পসহ মোট ৭৬৭টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

মঙ্গলবার এসব অভিযান চালানো হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে রাইজার নির্মাণ ও অননুমোদিত সরঞ্জামের মাধ্যমে গ্যাস ব্যবহার এবং বকেয়া বিলের কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৭৫৭টি আবাসিক, দুটি বাণিজ্যিক ও আটটি শিল্পসহ মোট ৭৬৭টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরমধ্যে কলেজ রোড চকবাজারে মোহাম্মদ ইসমাইলের আবাসিক সংযোগ থেকে ৭৫ সিএফটি’র দুটি ও ২৫ সিএফটি’র একটি স্টার বার্ণারে এবং একটি দ্বৈত চুলায় গ্যাস বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করে মেসার্স জম জম ঝাল বিতান অ্যান্ড বিরিয়ানি হাউজ নামের প্রতিষ্ঠান পরিচালনা করার দায়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সংযোগ বিচ্ছিন্নের সময় কেজিডিসিএল-এর প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ, ব্যবস্থাপক (ভিজিল্যান্স) ও প্রকৌশলী মো. আলমগীর হোসেন এবং প্রকৌশলী পলাশ সরকারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।