গাজীপুরে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নারী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ১৭ এপ্রিল ২০১৮

গাজীপুরে পাসপোর্ট করতে এসে এক রোহিঙ্গা নারী মঙ্গলবার পুলিশের হাতে আটক হয়েছেন। আটককৃত ওই নারীর নাম ছনুয়ারা (১৮) তার বাবার নাম সকিল আহমেদ।

জয়দেবপুর থানা পুলিশের ওসি মো. আমিনুল ইসলাম জানান, কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে দালালের মাধ্যমে বের হয়ে গাজীপুরে পাসপোর্ট অফিসে এসে পাসপোর্টের জন্য আবেদন করে ছনুয়ারা।

এ সময় পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের ওই নারীর কথাবার্তা সন্দেহ হয়। খবর পেয়ে ওই নারীকে থানায় নিয়ে আসা হয়। আটককৃত রোহিঙ্গা নারী পাসপোর্টের আবেদন ফরমে গাজীপুরের কাপাসিয়ার ঠিকানা ব্যবহার করেছিল।

ওসি আরও জানান, আটককৃত নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজকে রোহিঙ্গা এবং কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ছিল বলে স্বীকার করেছেন। তাকে ওই ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

মো. আমিনুল ইসলাম/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।