চট্টগ্রামে ভুয়া প্রশ্নফাঁস চক্রের দুই সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১২:৩৪ পিএম, ১৭ এপ্রিল ২০১৮

চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন দামপাড়া এলাকা থেকে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নফাঁস চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব।

সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জাগো নিউজকে জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান।

তিনি বলেন, আটককৃতরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিতরণ করছিল। এছাড়া ফলাফল পরিবর্তনের প্রলোভন দেখিয়ে টাকা নেয়ার অভিযোগে রয়েছে এই প্রতারক চক্রের বিরুদ্ধে।

আটক আসামির বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

আবু আজাদ/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।