বরগুনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন


প্রকাশিত: ০৯:৪৬ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৪

বরগুনা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃত্বে জেলা শিক্ষা কর্মকর্তা এ বি এম সিদ্দিকুর রহমান এর বিরুদ্ধে শিক্ষক ও শিক্ষর্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া, শিক্ষা মেলার অর্থ আত্মসাতসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরা। সোমবার সকাল ১১ টার দিকে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

বরগুনা প্রেসক্লাব চত্তরে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন- শিক্ষক সমিতির সভাপতি আ. আলীম লিটন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, শিক্ষক নেতা গোলাম সরোয়ার প্রমূখ।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি পেশ করা হয়। একই দাবীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অফিস চলাকালীন সময়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।