বাসচাপায় অধ্যক্ষের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ১৬ এপ্রিল ২০১৮
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা এলাকায় বাসচাপায় জামান (৫২) নামে এক কলেজ অধ্যক্ষের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বগুড়া জেলার ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে দুপুর ২টার দিকে কাজিপুর-ধুনট আঞ্চলিক সড়কের চালিতাডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউনুস জামান উপজেলার বরইতলী গ্রামের বাসিন্দা ও চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লুৎফর রহমান জানান, সোমবার দুপুরে কলেজ থেকে বাড়ির উদ্দেশ্যে যাবার জন্য বের হন ইউনুস জামান। মোটর সাইকেলযোগে কলেজ গেইট থেকে রাস্তায় উঠলে ঢাকা থেকে সোনামুখীগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্ত।

ইউসফ দেওয়ান রাজু/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।