বেনাপোলে রাজস্ব হালখাতা
‘আমরা করব আসাধ্য জয়- বেনাপোল হবে বিশ্বের বিস্ময়’ এই স্লোগান নিয়ে বাংলা নববর্ষের দ্বিতীয় দিনে বেনাপোল কাস্টমস হাউসে শুরু হয় বৈশাখী উৎসব ও রাজস্ব হালখাতা। হালখাতায় রোববার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৫ কোটি ১২ লাখ টাকা বকেয়া রাজস্ব আদায় হয়েছে। করদাতা, অংশীজন, ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন এ অনুষ্ঠানে অংশ নেন। শুধু রাজস্ব আদায় নয় ব্যবসায়ীদের আপ্যায়ন করা হয় পুলি পিঠা, মিষ্টি, মোয়া-মুড়কি, বাতাসা ও পাপড় দিয়ে।
জ্ঞানভিত্তিক আলোকিত সমাজ নির্মাণে সর্বস্তরে রাজস্ববান্ধব সংস্কৃতি প্রচলন নিয়ে বেনাপোল কাস্টমস হাউস মিলনায়তনে রাজস্ব হালখাতার ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বেনাপোল কাস্টমস কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে এবং ডেপুটি কমিশনার রাফিয়া সুলতানা ও সহকারী কমিশনার দীপা রানী হালদারের সঞ্চালনায় বক্তব্য দেন কাস্টমসের অতিরিক্ত কমিশনার জাকির হোসেন, বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম, ডেপুটি কমিশনার শাকিলা পারভিন, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মফিজুর রহমান সজন, সাবেক সভাপতি আলহাজ শামসুর রহমান, বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব মহসিন মিলন, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক আলহাজ নসির উদ্দিন, প্রবীণ ব্যবসায়ী মোখলেছুর রহমান মুকুল প্রমুখ।
জামাল হোসেন/আরএআর/আরআইপি