কক্সবাজারে পিকআপ-সিএনজির সংঘর্ষে যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:৩১ এএম, ১৫ এপ্রিল ২০১৮
প্রতীকী ছবি

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে পিকআপ সিএনজি মুখোমোখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ৫ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার রাত ৮টার দিকে ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়া ঘোনা ফরেস্ট অফিসের আগে সাততাঁরা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত আমির সোলতান (৩০) ঈদগড় ইউনিয়নের হাসনাকাটা এলাকার জমির উদ্দীন হেডম্যানের ছেলে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। তাই এদের নাম ঠিকানা জানাতে পারেনি উদ্ধারকারীরা।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঈদগড় মুখি বেপরোয়া গতিতে চলা একটি ডাম্পার ভোমরিয়াঘোনা সাততারা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঈদগাঁওমুখী সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সিএনজি যাত্রী আমির সোলতান। ঘটনার পরপরই ঘাতক ডাম্পারসহ চালক পালিয়ে যায়।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক (তদন্ত) মিনহাজ মাহমুদ ভুঁইয়া বলেন, সিএনজিটি জব্দ করা হয়েছে, ঘাতক ডাম্পারটিও জব্দের চেষ্টা চলছে।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।