সাহাবউদ্দীনের বলীখেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার শাহজালাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:০১ পিএম, ১৪ এপ্রিল ২০১৮

প্রতি বছরের মতো এবারও পহেলা বৈশাখে চট্টগ্রামের সিআরবি সাত রাস্তার মোড়ে বসেছিল সাহাবউদ্দীনের বলীখেলা। এতে কক্সবাজারের উখিয়ার কলিমউল্লাহ বলীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার শাহজালাল বলী।

নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে শনিবার (১৪ এপ্রিল) বিকেল ৩টায় শুরু হওয়া এ বলীখেলা দেখতে সিআরবিতে হাজারো দর্শনার্থীর সমাগম হয়। এবার কক্সবাজারের উখিয়া, রামু, চকরিয়া, চট্টগ্রামের বাঁশখালীসহ দেশের নানা প্রান্ত থেকে ৭০ জন বলী অংশ নেন। বলীখেলার পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

প্রথমে ৭০ বলীর মধ্য থেকে ৮ বলীকে কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ দেন আয়োজকরা। পরে সেমিফাইনাল থেকে কলিম উল্লাহ ও শাহজালাল বলী ফাইনালে উন্নীত হন।

বলীখেলা উদযাপন কমিটির সহ-সভাপতি কাউন্সিলর জহর লাল হাজারী বলেন, ‘কক্সবাজারের কলিমউল্লাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার শাহজালাল বলী।’

জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।