প্লাস্টিকের মোড়ার ভাঁজে-ভাঁজে গাঁজা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯:৩১ পিএম, ১২ এপ্রিল ২০১৮

লক্ষ্মীপুরে গাঁজাসহ ফয়সাল হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ভোলা যাওয়ার পথে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মজুচৌধুরীর হাট লঞ্চঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বস্তার ভেতর প্লাস্টিকের মোড়ার ভাঁজে ভাঁজে গাঁজা ভর্তি ছিল বলে জানায় পুলিশ। ফয়সাল বরিশাল জেলার লাউকুঠিয়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

থানা পুলিশ জানায়, কয়েকজন মাদক পাচারকারী গাঁজা নিয়ে মজুচৌধুরীর হাট হয়ে ভোলা যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহযোগিতায় ফয়সালকে গ্রেফতার করা হয়। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যায়।

লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, মাদক পাচারকারী ৩ সদস্যের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য দুইজন পালিয়ে যায়। তারা সংঘবদ্ধ মাদক পাচারকারী দলের সদস্য। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা থেকে মাদক সংগ্রহ করে তারা ভোলা-বরিশাল পাচার করে। গ্রেফতার ফয়সালের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান ওসি।

কাজল কায়েস/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।