অপহরণের ৫ মাস পর তাড়াশের গৃহবধূ ঢাকায় উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ১২ এপ্রিল ২০১৮

সিরাজগঞ্জের তাড়াশ থেকে অপহরণের দীর্ঘ পাঁচ মাস পর মমতা খাতুন (৩৫) নামের এক গৃহবধূকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

অপহৃত মমতা খাতুন তাড়াশ উপজেলার মালসিন গ্রামের ফজল হোসেনের স্ত্রী।

তাড়াশ থানার ওসি (তদন্ত) ফজলে আশিক এ তথ্য নিশ্চিত করে জানান, প্রায় পাঁচ মাস পূর্বে মমতা খাতুন নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। এ ঘটনায় ২০১৭ সালের ৭ নভেম্বর গৃহবধূর স্বামী ফজল হোসেন বাদী হয়ে একই গ্রামের বজলার হোসেন ও আকতার হোসেনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার তদন্ত চলাকালীন দুই আসামিকেই গ্রেফতার করা হয়। এ ঘটনার দীর্ঘ পাঁচ মাস পর বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করা হয়।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।