চট্টগ্রামে জামায়াত নেতা নুরুল আলম গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:১৯ পিএম, ১২ এপ্রিল ২০১৮

চট্টগ্রামে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জামায়াত নেতা কাজী নুরুল আলম চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভাংচুর ও নাশকতার মামলা রয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘জামায়াত নেতা কাজী নুরুল আলম চৌধুরীর বিরুদ্ধে লোহাগাড়া ও সাতকানিয়া থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে গত ফেব্রুয়ারি মাসের ভাংচুর ও নাশকতা মামলায় কাজী নুরুল আলম চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।’

তিনি জানান, নুরুল আলম চৌধুরীকে দীর্ঘদিন ধরে পুলিশ গ্রেফতার করার চেষ্টা চালিয়ে আসছিলো। গ্রেফতার এড়াতে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।