খুলনা-যশোর মহাসড়কে জুট মিল শ্রমিকদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১২:৩২ পিএম, ১২ এপ্রিল ২০১৮

 

বন্ধ হয়ে যাওয়া জুট স্পিনার্স মিলের শ্রমিক-কর্মচারী এবং কর্মকর্তারা বকেয়া পাওনার দাবিতে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে রেখেছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শিরোমণি শিল্পাঞ্চাল এলাকায় অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করছে তারা। এতে সড়কের উভয় পাশে যান চলাচলা বন্ধ হয়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।

জানা যায়, সকল বকেয়া পাওনা পরিশোধ, উৎপাদন প্রক্রিয়া চালুর দাবিতে আন্দোলন নেমে এ সড়ক অবরোধ করা হয়েছে। এদিকে রাস্তা বন্ধ থাকার কারণে অফিস ও স্কুল-কলেজগামীদের দুর্ভোগে পড়তে হয়েছে। অনেকেই আবার পায়ে হেটে গন্তব্যে পৌঁছান।

সকাল থেকে শুরু হওয়া এ অবরোধের নেতৃত্বে দিচ্ছেন দাবি আদায় কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ। তার নেতৃত্বে শ্রমিক-কর্মচারী এবং কর্মকর্তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।

কমিটির সদস্য সচিব শাহ মো. মনিরুল ইসলাম বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচির ধারাবাহিক আন্দোলনের অংশ হিসাবে অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।

আলমগীর হান্নান/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।