যশোরে জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মী আটক


প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ২৭ জুলাই ২০১৫

নাশকতার পরিকল্পনাসহ রাষ্ট্র বিরোধী কার্যক্রম পরিচালনার অভিযোগে যশোরে জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর পোস্ট অফিসপাড়া জামে মসজিদ থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, কচুয়া ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল মালেক, সেক্রেটারি তরিকুল ইসলাম, জামায়াতের রোকন নরেন্দ্রপুর গ্রামের সাইদুর রহমান, শাখারিগাতি গ্রামের শফিউল্লাহ খান, একই গ্রামের রইচ উদ্দিন, মোস্তফা কামাল, গোপালপুর গ্রামের আনিসুর রহমান, রূপদিয়ার খানপাড়ার খবির উদ্দিন, নরেন্দ্রপুর গ্রামের মোস্তফা কামাল, একই গ্রামের জাকির হোসেন ও আলতাফ হোসেন।

নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির এএসআই নাজমুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নরেন্দ্রপুর পোস্ট অফিসপাড়া জামে মসজিদে অভিযান চালানো হয়। সেখানে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নাশকতাসহ রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল। এসময় সেখান থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে জিহাদী বইও জব্দ করা হয়েছে।

মিলন রহমান/এসকেডি/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।