বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ,আহত ৪০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০২:০৫ পিএম, ১১ এপ্রিল ২০১৮

সাতক্ষীরা আশাশুনি সড়কের নওয়াপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। তবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

বুধবার সকাল ৯টার দিকে নওয়াপাড়া কামাল নায়েবের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বুধহাটা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আশাশুনি থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস বুধহাটার নওয়াপাড়া নামকস্থানে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ৪০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বাস ও ট্রাকরে মুখোমুখি সংঘর্ষের অনেকেই আহত হয়েছেন। তবে গুরুতর আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

একরামুল চৌধুরী/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।