পাসপোর্ট করতে গিয়ে দালালসহ রোহিঙ্গা ২ নারী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৫:২০ পিএম, ১০ এপ্রিল ২০১৮

নড়াইল পাসপোর্ট অফিস থেকে দালালসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এরা হলেন- নুর ফাতেমা (২১) ও জয়নাব বিবি (২৫)। মঙ্গলবার দুপুর ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে দুই বোনকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এর আগে সোমবার দুপুরে নড়াইলের আলাদাতপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে দুই বোনকে আটক করা হয়।

পুলিশ জানায়, ৫০ হাজার টাকার বিনিময়ে দালালচক্রের কামাল হোসেন (২৫) তাদের পাসপোর্ট করিয়ে দেয়ার কথা বলে নড়াইলে নিয়ে আসেন। এ সময় কামালকে আটক করা হয়। কামাল বান্দরবান জেলার আদর্শ গ্রামের সৈয়দ নবীর ছেলে।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম জানান, মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে দালালচক্রের মাধ্যমে নড়াইল পাসপোর্ট অফিসে আসেন নুর ফাতেমা ও জয়নাব। তাদের কথা সন্দেহজনত মনে হলে পরে ওই দুই নারীকে আটক করা হয়। তাদের কক্সবাজারের উখিয়ার কুতুবপাল রোহিঙ্গা ক্যাম্পে ফিরিয়ে দিয়ে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

হাফিজুল নিলু/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।