মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব ১৩ এপ্রিল
বর্ষ বরণে পার্বত্য জেলা বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী মারমা সম্প্রদায়ের প্রধান ও ঐতিহ্যবাহী সামাজিক উৎসব সাংগ্রাই। যা শহরাঞ্চলে বৈসাবি উৎসব হিসেবে পরিচিত।
উৎসব উদযাপন কমিটি জানায়, আগামী ১৩ এপ্রিল সকালে সাংগ্রাইয়ের বর্ণাঢ্য র্যালি রাজার মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। র্যালি শেষে চিত্রাঙ্কন ও আপন ঐতিহ্যে সাজ প্রতিযোগিতা এবং বয়স্কদের শ্রদ্ধাজ্ঞাপন করা হবে এবং একই দিন দুপুরে সাঙ্গু নদীতে বৌদ্ধ মূর্তিকে স্নান করানো হবে।
১৪ এপ্রিল আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী পিঠা উৎসবের । এছাড়া ১৫ ও ১৬ এপ্রিল বিকেলে রাজার মাঠে বিশেষ আকর্ষন মৈত্রী পানি বর্ষণ বা পানি খেলা উৎসব অনুষ্ঠিত হবে।
বান্দরবান সাংগ্রাই উৎসব উযাপন পরিষদের সাধারণ সম্পাদক জানান, অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
সৈকত দাশ/আরএ/জেআইএম