ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা শিক্ষা কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৯:২২ পিএম, ০৯ এপ্রিল ২০১৮

দুর্নীতি দমন কমিশনের (দুদক) রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের এক কর্মকর্তার স্ত্রীর বদলিজনিত কারণে ঘুষ নেয়ার সময় ঘুষের টাকাসহ প্রাথমিক শিক্ষা অধিদফতরের রংপুর বিভাগীয় উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সিরাজুল ইসলাম ধরা পড়েছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়ে ঘুষ গ্রহণের সময় হাতেনাতে তাকে আটক করেছে দুদক।

দুদক সূত্র জানায়, ঠাকুরগাঁও জেলার হরিপুরে চাকরিরত শারমিন আক্তার নামে এক শিক্ষিকা বদলিজনিত কারণে গত ২৯ মার্চ সিরাজুল ইসলামকে ২০ হাজার টাকা ঘুষ দেন। চুক্তি অনুযায়ী অবশিষ্ট ৬০ হাজার টাকা নিয়ে সোমবার তার কার্যালয়ে যান তিনি। এসময় দুদকের ঢাকা বিভাগের পরিচালক নাসিম আনোয়ারের নেৃতত্বে আসা ৭/৮ জনের একটি দল ৬০ হাজার টাকাসহ সিরাজুলকে হাতেনাতে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে শারমিন আক্তারের স্বামী দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর আলম বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জিতু কবীর/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।