সিলেটে প্রবাসী ও ব্যবসায়ীর বাসায় ডাকাতি


প্রকাশিত: ১২:১৩ পিএম, ২৭ জুলাই ২০১৫

সিলেট নগরীর পাঠানটুলা গোয়াবাড়ি এলাকায় যুক্তরাজ্য প্রবাসী ও এক ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা আগ্নেয়াস্ত্রের মুখে দুই পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ লক্ষাধিক টাকা ও ২০ ভরি স্বর্ণ ও মূল্যবান জিনিসপত্র লুটে নিয়েছে। সোমবার ভোর রাতে গোয়াবাড়ি মোহনা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

মোহনা সি ১৯ নম্বর বাসার যুক্তরাজ্য প্রবাসী মতছির আলীর ছেলে কামরান হোসেন জানান, রোববার দিবাগত রাত ৩টার দিকে বাসার রান্নাঘরের দরজার গ্রিল কেটে ৮-১০ জন মুখোশধারী ডাকাত ঢুকে। ডাকাতরা অস্ত্রের মুখে তাকে জিম্মি করে বাসা থেকে নগদ ৪০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার, ৪টি মোবাইল ফোন সেট ও ১টি ল্যাপটপ নিয়ে যায়।
এদিকে, মোহনা সি ২৯/৩ নম্বর বাসার ব্যবসায়ী আবদুর রহিম জানান, সোমবার ভোর রাত ৩টার দিকে তার বাসায়ও মুখোশধারী ৮-১০ জন ডাকাত ঢুকে। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ৭৫ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়।

কামরান হোসেন আরো জানান, লুটের পর ডাকাতরা পালানোর সময় বিদ্যুৎ চলে যায়। ১০ মিনিট পর আবার বিদ্যুৎ চলে আসে। পালানোর সময় বিদ্যুৎ না থাকায় ডাকাতরা সহজে এলাকা ছেড়ে চলে যেতে সক্ষম হয়। ডাকাতির ঘটনার সাথে বিদ্যুৎ চলে যাওয়ার কোনো সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানান তারা।

ডাকাতি প্রসঙ্গে জালালাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, ওই এলাকায় কিছু চিহ্নিত ডাকাত রয়েছে। সম্প্রতি তারা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বের হয়েছেন। এরপর থেকে ডাকাতির ঘটনা ঘটছে। ডাকাতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ছামির মাহমুদ/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।