কেজিতে ১৪০ গ্রাম মিষ্টি চুরি, জরিমানা ৩০ হাজার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৮ এএম, ০৯ এপ্রিল ২০১৮

কেজিতে ১৪০ গ্রাম মিষ্টি কম দেয়ার অভিযোগে কেরানীগঞ্জের ‌মধুময় মিষ্টান্ন ভান্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রোববার ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে অধিদফতরের ঢাকা জেলা কাযার্লয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল এ জরিমানা করেন।

আব্দুল জব্বার মন্ডল বলেন, কেরানীগঞ্জের ‌মধুময় মিষ্টান্ন ভান্ডার' অভিনব কায়দায় ভোক্তাদের ঠকাচ্ছে। প্রতিষ্ঠানটি ৫০০ টাকা কেজি দরে মিষ্টি বিক্রি করছে। ক্রেতাদের যে প্যাকেটে মিষ্টি দিচ্ছে তার ওজন ১৪০ গ্রাম। অর্থাৎ কেজিতে ১৪০ গ্রাম মিষ্টি কম দিচ্ছে যার মূল্য ৭০ টাকা। এ কারণে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অধিদফতরের ঢাকা জেলা কাযার্লয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন অধিদফতরের বিভাগীয় সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস ও এপিবিএন-১ এর সদস্যরা।

এসআই/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।