কোটা সংস্কারের দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:২৫ পিএম, ০৮ এপ্রিল ২০১৮

কুমিল্লায় কোটা সংস্কারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। রোববার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত সোয়া এক ঘণ্টা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটবাড়ি বিশ্বরোড এলাকায় সড়ক বন্ধ করে আন্দোলন করে।

পূর্বঘোষিত এ কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি অনেক চাকরি প্রত্যাশীরাও অংশগ্রহণ করে। সড়ক অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সোয়া এক ঘণ্টার জন্য অচল হয়ে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এ সময় মহাসড়কের অন্তত ১২ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করলে যান চলাচল শুরু হয়।

আন্দোলনকারীরা বলেন, আমরা চাই সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে কোটার সংস্কার করতে হবে। আমরা অহিংস আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করবো।

মো. কামাল উদ্দিন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।