কালীগঞ্জে আন্তঃজেলা ডাকাত সর্দারকে গণপিটুনি


প্রকাশিত: ১১:০৩ এএম, ২৭ জুলাই ২০১৫

গাজীপুরের কালীগঞ্জে আন্তঃজেলা এক ডাকাত সর্দারকে গণপিটুনি দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দের খবর পাওয়া গেছে। রোববার দিবাগত রাতে উপজেলার জামালপুর ইউনিয়নের উত্তর নারগানা গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার তাকে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
 
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মালেক ভাঙ্গী রোববার দিবাগত রাতে শীতলক্ষ্যা নদী হয়ে নারগানা গ্রামে প্রবেশ করে। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে ডাকাত সর্দারকে ধরার জন্য গ্রামবাসী একত্রিত হয়। পরে জামালপুর ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে উত্তর নারগানা গ্রামের ডা. হাবিজ উদ্দিনের জঙ্গল থেকে তাকে আটক করে স্থানীয় গ্রামবাসী।

এ সময় উত্তেজিত গ্রামবাসী তাকে গণপিটুনি দিয়ে থানায় খবর দেয়। পরে কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে উপস্থিত গ্রামবাসী ডাকাত সর্দারকে তাদের কাছে সোর্পদ করেন। সোমবার দুপুরে তাকে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি উপজেলার দক্ষিণ নারগানা গ্রামের মৃত সিরাজুল ইসলাম ভাঙ্গীর ছেলে।

জামালপুর ইউপি চেয়ারম্যান মো. খাইরুল আলমর জাগো নিউজকে বলেন, কুখ্যাত ডাকাত সর্দার মালেক একজন শীর্ষ ডাকাত। তার অত্যাচারে কালীগঞ্জসহ আশ-পাশের কয়েক উপজেলার সাধারণ মানুষ অতিষ্ঠ।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।  

আব্দুর রহমান আরমান/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।