বরিশালে ছোট লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা : দুর্ভোগে যাত্রীরা
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ নৌ-পথে ছোট (৬৫ ফিটের কম দৈর্ঘ্যের) লঞ্চ চলাচল দ্বিতীয় দিনের মতো বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অধিদফতর সমুদ্র বন্দরে ৩ নম্বর এবং নদী বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলায় দুর্ঘটনার আশঙ্কায় রোববার সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। স্থানীয় রুটগুলোর লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভাগে পড়েছেন যাত্রীরা।
বরিশাল বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আবুল বাশার মজুমদার জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশালের স্থানীয় ও অভ্যন্তরীণ রুটে সোমবার দ্বিতীয় দিনের মতো ৬৫ ফিটের কম দৈর্ঘ্যের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।
এদিকে, রোববার থেকে কখনো ভারী আবার কখনো গুড়ি গুড়ি বৃস্টি হচ্ছে বরিশালে। সোমবার দুপুর ১২টা পর্যন্ত গত ৩৬ ঘণ্টায় ৩৯.৯ মিলিমিটার বৃস্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। দমকা আকারে বাতাস বয়ে যায় ৩ নটিক্যাল মাইল গতিবেগে। দুপুর ১২টায় বাতাসে আদ্রতার পরিমাণ ছিল শতভাগ।
বরিশাল আবহাওয়া অফিসের অবজারভার মো. নাসির উদ্দিন জানান, পশ্চিম বঙ্গোপসাগরে সৃস্ট লঘুচাপের প্রভাব এবং মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম অঞ্চলে ভারী বৃস্টিপাতের আশঙ্কা রয়েছে। এ কারণে সমুদ্র বন্দরে ৩ নম্বর এবং নদী বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সাইফ আমীন/এসএস/আরআইপি