ঝিনাইদহে ১০ শিক্ষককে অব্যাহতি, ৫ শিক্ষার্থী বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৫:২৯ পিএম, ০৭ এপ্রিল ২০১৮

ঝিনাইদহে এইচএসসির ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় দায়িত্বে অবহেলার অপরাধে ১০ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়াও পরীক্ষায় নকলের দায়ে পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার এইচএসসির ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে শৈলকূপা উপজেলার জরিপ বিশ্বাস কলেজ ও আদিল উদ্দিন বিশ্বাস কেন্দ্র থেকে নকলের দায়ে দায়ে চার শিক্ষার্থীকে বহিষ্কার ও দায়িত্বে অবহেলার কারণে ১০ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।

শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে ঝিনাইদহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মুনিম লিংকন জানান, ঝিনাইদহ সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের এক পরীক্ষার্থীকে নকলের দায়ে বহিষ্কার করা হয়েছে।

আহমেদ নাসিম আনসারী/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।