হেলিকপ্টারে ঢাকায় আনা হলো রিকশাচালক সাকেরকে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ০৭ এপ্রিল ২০১৮

সিলেটের বিয়ানীবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাক-বিতণ্ডার জেরে গুরুতর আহত রিকশাচালক সাকের আলীকে হেলিকপ্টারযোগে ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার দুপুরে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে পাঠানো হয়।

গত বৃহস্পতিবার বিয়ানীবাজারের গোলাবিয়া পাবলিক লাইব্রেরির ছাদে খেলা দেখা নিয়ে বাক-বিতণ্ডার জের সাকের আলীর ওপর হামলা করা হয়।

হামলায় ভারসাম্য হারিয়ে সাকের ছাদ থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় সাকেরকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত সাকের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নে উত্তরপার এলাকার তেরাই মিয়ার ছেলে। গত দুইদিন ওসমানী হাসপাতালের আইসিইউতে ছিলেন সাকের।

ছামির মাহমুদ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।