ভুয়া প্রশ্ন ফাঁস করে ধরা বিশ্ববিদ্যালয় ছাত্র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১১:২৩ এএম, ০৭ এপ্রিল ২০১৮
প্রতীকী ছবি

ফেসবুকে ভুয়া প্রশ্ন ফাঁস করায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা থেকে মিজানুর রহমানকে (২০) গ্রেফতার করেছে (র‌্যাব)-১১ এর সদস্যরা।

শুক্রবার রাত দেড়টার দিকে রাজানগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। মিজানুর ওই গ্রামের মো. সিদ্দিক বেপারীর ছেলে। সে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বিবিএ চতুর্থ সেমিস্টারের ছাত্র।

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার, সহকারী পরিচালক নাহিদ হাসান জনি জানান, ফেসবুক ম্যাসেঞ্জারে একটি ক্লোজ গ্রুপে ভুয়া প্রশ্নপত্র ফাঁস করে আসছিল মিজানুর। তার কাছে পাওয়া দুইটি মোবাইলে প্রশ্নপত্র ফরমেট ও এইচএসসি পরীক্ষার ভুয়া “ক” সেট ইংরেজি প্রশ্ন ছিল। টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় সেই প্রশ্নপত্র বিক্রি করে থাকে সে। এ চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত আছে। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।