আরএমপি’র উদ্যোগে র্যালি ও মাছের পোনা অবমুক্ত
রাজশাহীতে উম্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী মৎস্য অধিদফতরের সহযোগিতায় ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন উদ্যোগে র্যালি ও পদ্মা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার দুপুরে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকা থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড়কুঠি পদ্মা গার্ডেন এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শামসুদ্দিন, অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন, রাজশাহী মৎস্য বিভাগের উপ-পরিচালক মাহবুব-উল-আলমসহ আরএমপি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শাহরিয়ার অনতু/এসএস/এমআরআই