এসপির গাড়ির ধাক্কায় প্রাণ গেল কৃষকের
নাটোরের বড়াইগ্রামে সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) মিরাজউদ্দিন আহমেদের গাড়ির ধাক্কায় ফরিদুল ইসলাম (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের শ্রীরামপুর তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদুল ইসলাম শ্রীরামপুর গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শ্রীরামপুর তেল পাম্পের সামনে মাথায় ঘাস নিয়ে কৃষক ফরিদুল ইসলাম রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পুলিশ প্রটেকশনের মধ্যদিয়ে সিরাজগঞ্জে ফেরার পথে পুলিশ সুপার মিরাজউদ্দিন আহমেদকে বহনকারী সরকারি জিপের সঙ্গে ফরিদুল ইসলামের ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হলে সঙ্গে থাকা পুলিশ টিম তাকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত জিপটি থানায় নেয়া হয়েছে।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত কৃষকের মরদেহ বর্তমানে হাসপাতালেই রয়েছে। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
রেজাউল করিম রেজা/আরএআর/বিএ