স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, ৩ যুবকের জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ০৫ এপ্রিল ২০১৮

বরিশালের গৌরনদী উপজেলার পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির এক ছাত্রীকে (১৪) উত্ত্যক্তের দায়ে বখাটে তিন যুবককে ৩ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন এ জরিমানা করেন।

বখাটেরা হলো- উপজেলার নরসিংহলপট্টি গ্রামের কাইয়ুম সরদারের ছেলে সাগর সরদার (২০). একই গ্রামের পান্নু সরদারের ছেলে সাব্বির সরদার (১৯). দক্ষিণ বিল্বগ্রাম এলাকার বারেক খন্দকারের ছেলে কাওছার খন্দকার (১৯)।

গৌরনদী মডেল থানা পুলিশের এসআই মো. শামসু উদ্দিন জানান, উপজেলার পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ওই ছাত্রী বুধবার স্কুল থেকে নিজ বাড়ি নরসিংহলপট্টি গ্রামে ফিরছিল। দুপুর ১২টার দিকে পথিমধ্যে ওই ছাত্রী বিল্বগ্রাম বাজারে আলিম সরদারের চায়ের দোকানের সামনে পৌঁছলে বখাটে তিন যুবক ছাত্রীকে উত্ত্যক্ত করে।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়ে পুলিশ বৃহস্পতিবার সকালে বখাটে ওই তিন যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গৌরনদীর ইউএনও খালেদা নাছরিন তিন যুবককে ৩ হাজার টাকা করে জরিমানা করেন।

সাইফ আমীন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।