মাঠ থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১১:৫৪ এএম, ০৫ এপ্রিল ২০১৮

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মো. জনি শেখ (১৭) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জনি শেখ উপজেলার বয়রাগাদি ইউনিয়নের ছোট পাউলদিয়া গ্রামের মো. মজনু শেখের ছেলে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদি গ্রামের একটি মাঠ থেকে জনির মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের আত্মীয় নজু মিয়া জানান, বুধবার সন্ধ্যার পর থেকে ইজি বাইকের চালক জনি কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে মৃধাবাড়ি রাস্তায় রক্ত মাখা একটি ইজি বাইক (অটো রিক্সাগাড়ি) পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে টহল পুলিশ ইজি বাইকটি থানায় নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার সকালে মুসল্লিরা নামাজ পড়ে যাওয়ার সময় একটি মাঠে যুবকের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা চলছে।

ওসি আরও জানান, নিহত জনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকের কারণে এ হত্যা হতে পারে। হত্যা মামলার প্রস্তুতি চলছে। বিস্তারিত তদন্ত সাপেক্ষে বলা যাবে।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।