গণধর্ষণের পর হত্যা : চট্টগ্রামে ৩ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ০৪ এপ্রিল ২০১৮

চট্টগ্রামের দক্ষিণ কাট্টলী এলাকায় গণধর্ষণের পর এক তরুণীকে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় ওই তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডও দেয়া হয়েছে।

বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর ভারপ্রাপ্ত বিচারক বেগম রোকসানা পারভীন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সুজন কুমার দাশ, সমীর দে ও যদু ঘোষ।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম বলেন, গণধর্ষণের পর খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আসামিদের মধ্যে সুজন ছাড়া অন্যরা পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ৮ জুন নগরের দক্ষিণ কাট্টলী এলাকার মহাজন শ্মশান এলাকায় পোশাক শ্রমিক পান্না রানী দাশকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরে তাকে হত্যা করে শরীরে কেরোসিন ঢেলে মরদেহ পুড়িয়ে ফেলা হয়। এ ঘটনায় নিহত পান্নার বোন চন্দনা রানী দাশ বাদী হয়ে মামলা দায়ের করেন। ২০১৩ সালের ২১ এপ্রিল তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়। ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বুধবার এ রায় দেন।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।