কক্সবাজারে পাহাড় ধস : মা-মেয়ের মরদেহ উদ্ধার


প্রকাশিত: ১১:৫২ পিএম, ২৬ জুলাই ২০১৫
ফাইল ছবি

কক্সবাজার শহরের হিলটপ সার্কিটহাউজ এলাকায় বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন জুনু বেগম (৩০) ও তার মেয়ে নেহা (৭)। জুনু বেগমের স্বামীর নাম খায়রুল আমিন।

রোববার দিবাগত রাত ২টার দিকে এ পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে অন্তত চারটি বাড়ি মাটি চাপা পড়ে। বাড়িগুলোতে কমপক্ষে ২৫ জন লোক ছিল বলে স্থানীয়রা ধারণা করছেন। তবে ধসের সময় এদের বেশিরভাগই বের হয়ে আসেন।

ধসের খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করে। এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। অন্যদের উদ্ধারে তৎপরতা চলছে।

বৃষ্টি হওয়ায় উদ্ধার তৎপরতায় বিঘ্ন ঘটছে। কক্সবাজারে রোববার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

## কক্সবাজারে পাহাড় ধসে বেশ কয়েকটি বাড়ি চাপা পড়েছে

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।