বাল্যবিয়ে আয়োজনের অপরাধে বাবা-ভাইয়ের সাজা


প্রকাশিত: ০৩:৫২ পিএম, ২৬ জুলাই ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ায় বাল্যবিয়ের আয়োজনের অপরাধে দুইজনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যায় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবীব এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন, কনের বাবা আখাউড়া উপজেলার কর্মমঠ গ্রামের মো. রকিব উদ্দিন ও বরের ভাই একই উপজেলার ভাটামাথা গ্রামের মো. আমজাদ হোসেন।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জাগো নিউজকে জানান, বর ও কনের বয়স কম হওয়ায় বাল্য বিয়ে আয়োজনের অপরাধে দুই পক্ষের দুই জনকে কারাদণ্ড দেওয়া হয়। পরে পুলিশের মাধ্যমে সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়। তবে ভ্রাম্যমাণ আদালত চলাকালে বরযাত্রীসহ কনের পরিবারের লোকজন পালিয়ে যান বলে জানান তিনি।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।