হেলমেট পরলেই ফুল দিচ্ছে পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ১১:৩৮ এএম, ০১ এপ্রিল ২০১৮

সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বান্দরবানে হেলমেট পরা মোটরসাইকেল চালকদের রাস্তায় থামিয়ে ফুল দিয়েছে ট্রাফিক পুলিশ।

শনিবার বিকেলে বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় ট্রাফিক পুলিশের একটি দল হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ট্রাফিক পুলিশের ইনচার্জ মো. সালাউদ্দীন মামুন জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় বড় ধরনের ক্ষতি এড়াতে হেলমেট পরিধানে জনগণকে সচেতন করতে এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরো জানান, হেলমেট না পরার কারণে বেশিরভাগ চালকের মৃত্যু হয়। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে চালকের মাথায় হেলমেট থাকা অত্যন্ত জরুরি ।

এছাড়াও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের হেলমেট পরে গাড়ি চালানোর জন্য অনুরোধ জানায় ট্রাফিক পুলিশ।

সৈকত দাশ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।