প্রবেশপত্র নিয়ে বাড়ি ফেরা হলো না রফিজের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ১০:০২ পিএম, ৩১ মার্চ ২০১৮

শেরপুরের নকলায় ট্রাকের ধাক্কায় রফিজ উদ্দিন (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার দুপুর পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিজ উদ্দিন দক্ষিণ নকলা গ্রামের ইমান আলীর ছেলে। তিনি এ বছর নকলা হাজী জালমামুদ কলেজ থেকে এইচএসসি (বিএম শাখা) পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে হাজী জালমামুদ কলেজে থেকে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র তুলে রফিজ উদ্দিন নিজেই মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। নকলা-নালিতাবাড়ী সড়কের ধুকুড়িয়া পশ্চিমপাড়া জামে মসজিদের সামনে মাউড়া এলাকায় পৌঁছালে নালিতাবাড়ীগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট- ১৮-৭৭৭৯) পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রফিজ উদ্দিন মারা যান।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বজ্রপাতে নিহত ১

এদিকে শনিবার সকাল ৭টার দিকে নকলা উপজেলার কলাপাড়া মোজাকান্দা গ্রামের আবেদ আলীর ছেলে আসমত আলী (৩০) কুর্শাবিলে নৌকা নিয়ে মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। অন্য জেলেরা তাকে উদ্ধার করে বিলের পাড়ে তোলার পরপরই তার মৃত্যু হয়।

হাকিম বাবুল/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।