গউছের উপর হামলার ঘটনায় আরো একটি মামলা


প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২৬ জুলাই ২০১৫

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার আসামি হবিগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছের উপর কারাগারে হামলার ঘটনায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার তার ভাই জি কে গাফফার বাদী হয়ে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, শায়েস্তাগঞ্জের ছালেহ আহমেদ কনা মিয়ার ছেলে ইলিয়াছ মিয়া দু’টি হত্যা মামলায় হবিগঞ্জ কারাগারে আটক আছেন। অপরদিকে জি কে গউছ একই কারাগারে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার আসামি হিসেবে আটক রয়েছেন। গত ১৮ জুলাই ঈদ-উল-ফিতরের নামাজ শেষে সকাল ৯টার দিকে গউছ তার ডিভিশনপ্রাপ্ত সেলে যাওয়ার সময় সেলের সামনের রাস্তায় আসামি ইলিয়াছ বালতির স্টিলের সুঁচালো হাতল দিয়ে তার মেরুদন্ডের পাশে আঘাত করে। এতে তিনি মারাত্মক আহত হন।

 এ সময় সাক্ষী কারাগারে আটক কয়েকজন আসামি তাকে রক্ষা করে। সাথে সাথে কারা কর্তৃপক্ষ ইলিয়াছকে তাদের হেফাজতে নিয়ে যান এবং গউছের চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। উক্ত ঘটনার যথাযথ তদন্ত এবং ইলিয়াছের দুষ্কর্মের সহযোগী ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে বিচারের সম্মুখীন করার দাবি জানানো হয়।

বাদী পক্ষে মামলা পরিচালনা করেন জেলা বারের সভাপতি সালেহ উদ্দিন আহমদ ও অ্যাডভোকেট আব্দুল হাই। উল্লেখ্য, হামলার ঘটনায় কারাগারের জেলার বাদী হয়ে ইতিপূর্বে ইলিয়াছ মিয়ার বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।