রিকশায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বা গৃহবধূর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ৩০ মার্চ ২০১৮
ফাইল ছবি

টাঙ্গাইলের নাগরপুরে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিতে এসে রিকশায় গলার ওড়না পেঁচিয়ে ব্রিজ থেকে ৫০ ফুট নিচে খাদে পড়ে রাহেলা বেগম (৪৫) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলা সদরের থানা কমপ্লেক্সের সামনে বেইলি ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাহেলা বেগম সিরাজগঞ্জের চৌহালি উপজেলার কুরকি গ্রামের বেলায়েত সিকদারের স্ত্রী।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন জানান, অন্তঃসত্ত্বা গৃহবধূ রাহেলা বেগম সকাল সাড়ে ১০টার দিকে আলট্রাসনোগ্রাম করানোর জন্য নাগরপুর পদ্মা ক্লিনিকে আসেন। সেখানে সিরিয়াল লিখে বাজারের একটু অদূরে মীরনগর গ্রামে তার এক আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে রিকশাযোগে রওয়ানা দেন। রিকশাটি থানা কমপ্লেক্স সংলগ্ন বেইলি ব্রিজের ওপর ওঠা মাত্রই তার গলার ওড়নাটি রিকশার চাকায় পেঁচিয়ে যায়। এ সময় অন্তঃসত্ত্বা গৃহবধূ রিকশাটি থামাতে বলেন। চালক আচমকা রিকশাটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করায় ভারসাম্য হারিয়ে ওই গৃহবধূ ব্রিজের ওপর থেকে কমপক্ষে ৫০ ফুট নিচে খাদে পড়ে যান। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. রোকনুজ্জামান খান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই গৃহবধূর মৃত্যু হয়েছে।

আরিফ উর রহমান টগর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।