সোনাইমুড়ীর রেল স্টেশন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড


প্রকাশিত: ১২:৫৯ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৪

নোয়াখালীর সোনাইমুড়ীর রেল স্টেশন এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে বাজারের ৬টি দোকান ও ভাড়া ২টি বাসার ১৬টি কক্ষ পুঁড়ে অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। রোববার দুপুরে দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ক্ষতিগ্রস্থ সূত্রে জানা গেছে, রোববার সকালে বাজারের রেল স্টেশন এলাকার জসিমের চা দোকান থেকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। এ সময় মুর্হুত্বের মধ্যে আগুন আশে পাশে ছড়িয়ে পড়লে পাশ্ববর্তি অন্ধ কল্যাণ সমিতির কার্যালয়, প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়, ল্যাপ তোশকের দোকান, একটি চা দোকান, পারটেক্স ফ্যার্ণিচারের একটি শো-রুম, একটি কোকারিজসহ ৬টি দোকানসহ পাশ্ববর্তী একটি ভাড়া টিন সিডের বাসা পুড়ে যায়।

সোনাইমুড়ী ও চৌমুহনী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগীতায় ২টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ওই ২১টি কক্ষ পুড়ে অন্তত ২৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।