গাজীপুরে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত


প্রকাশিত: ১১:১৫ এএম, ২৬ জুলাই ২০১৫

উল্টো রথ টানের মাধ্যমে রোববার ভাওয়াল রাজাদের দ্বারা প্রচলিত শতাব্দী প্রাচীন শ্রী শ্রী মাণিক্য মাধবের রথযাত্রা সমাপ্ত হয়েছে। গাজীপুর জেলা শহরের রথখোলায় অনুষ্ঠিত উল্টো রথটান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল।

গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান। বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, গাজীপুর বারের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, রথযাত্রা ও রথমেলা কমিটির সদস্য সচিব অধ্যাপক মুকুল কুমার মল্লিক প্রমুখ।

পরে হিন্দু সম্প্রদায়ের প্রায় শত শত নর-নারী উল্টো রথ টানে অংশ নেন। তবে রথযাত্রার সমাপ্তি হলেও মেলা চলবে আগামী ৭ আগষ্ট পর্যন্ত।

মো. আমিনুল ইসলাম/এসএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।