সকালেই সড়কে ঝরল ৬ প্রাণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১১:২০ এএম, ২৯ মার্চ ২০১৮

গাজীপুর ও হবিগঞ্জের নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, গাজীপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

গাজীপুর হাইওয়ে পুলিশের এসআই আ. মালেক জানান, হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি খালি ট্রাক দাঁড়ানো ছিল। এসময় ময়মনসিংহগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে মাইক্রোবাসের চালকসহ তিনজন নিহত হন।

পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মাইক্রোবাস থেকে বের করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এদিকে হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ৫ জন। এদের মধ্যে গুরুতর আহত ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় নবীগঞ্জ উপজেলার পিটুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের কারও পরিচয় এখনও জানা যায়নি।

আমিনুল/খোকন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।