মাটিরাঙায় চার নির্মাণ শ্রমিককে অপহরণ


প্রকাশিত: ০৩:৪৮ এএম, ০৭ জুলাই ২০১৪

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মাটিরাঙা উপজেলার ব্যাঙমারা এলাকায় একটি ব্রিজের সাইট থেকে বুলডোজার চালকসহ ৪ শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে অপহৃতদের নামপরিচয় জানা যায়নি।

ব্রিজের কেয়ারটেকার সুনীতি ত্রিপুরা জানান, রাতে কয়েকটি গুলির শব্দ শোনা যায়। এরপর থেকে বুলডোজার চালকসহ ৪ শ্রমিক নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে চাঁদার দাবিতে তাদের অপহরণ করেছে দুর্বৃত্তরা।

মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন খান জানান,  রাতে একটি গুলির শব্দ হয়েছে বলে আমরা খবর পেয়েছি। এর পরপরই ওই চার শ্রমিক নিখোঁজ হন বলে আমরা মৌখিকভাবে শুনেছি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ইস্টার্ন ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় জাইকা এবং সরকারি অর্থায়নে সড়ক ও জনপদ বিভাগ ব্যাঙমারা ব্রিজটি নির্মাণ করছে। বাংলানিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।