রাজশাহীতে মাদরাসা ছাত্রীর আত্মহত্যা


প্রকাশিত: ১০:১৫ এএম, ২৬ জুলাই ২০১৫
প্রতীকী ছবি

রাজশাহীর তানোর উপজেলায় মায়ের ওপর অভিমান করে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে শাপলা খাতুন (১৫) নামে নবম শ্রেণির এক মাদরাসা ছাত্রী আত্মহত্যা করেছেন। রোববার সকালে উপজেলার তানোর পৌরসভার রায়তন আকচা গ্রামে এ ঘটনা ঘটে। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে।  

নিহত স্কুলছাত্রী রায়তন আকচা গ্রামের রহিদুল ইসলামের মেয়ে এবং দারুছ সুন্নাহ দাখিল মাদরাসার ৯ম শ্রেণির ছাত্রী।

রাজশাহীর তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জাগো নিউজকে জানান, রোববার সকালে মায়ের সঙ্গে শাপলার কথা কাটাকাটি হয়। পরে অভিমান করে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে শাপলা খাতুন আত্মহত্যা করেন। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। তবে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।  

শাহরিয়ার অনতু/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।